village : Gobratala, Post Office : Gobratala (6300), Upozila : Chapainawabganj Sadar , District : Chapainawabganj
Notice
বৃত্তি ও উপবৃত্তিধারী ছাত্রীদের জন্য সতর্কীকরণ
সতর্কীকরণ নোটিশ
তারিখ : 16/07/2024
এতদ্বারা সকল বৃত্তি ও উপবৃত্তিধারী ছাত্রীদের জানানো যাচ্ছে যে, তোমাদের র্ব্যাংক হিসাবে, এজেন্ট ব্যাংক হিসাবে, বিভিন্ন মোবাইল ব্যাংক হিসাবে বৃত্তি বা উপবৃত্তির টাকা জমা হয়েছে। কিন্তু কিছু অসাধু ব্যক্তি উক্ত টাকার লোভে তোমাদের কাছে ব্যাংক হিসাবের পিন নম্বর, হিসাব নম্বর, OTP, মোবাইল নম্বর, কোন সংখ্যার যোগফল , বিয়োগফল, গুনফল , ভাগফল বা অন্য কোন নতুন উপায়ে জানতে চাইতে পারে। তাদের ফাঁদে পড়ে যদি তোমরা উক্ত কিছু তাদের জানাও তবে তারা তোমার হিসাব নম্বর থেকে বৃত্তি বা উপবৃত্তির টাকাসহ সব টাকা তুলে নিবে।
তাই যে কোন অফিস বা তোমার বিদ্যালয় থেকেও কেউ যদি এসব বিষয়ে কিছু জানতে চাই, তাকে উক্ত বিষয়ে কোন তথ্য জানানো বা শেয়ার করতে নিষেধ করা হল।