প্রতিষ্ঠানের ইতিহাস

 

প্রতিষ্ঠান নামকরণের ইতিহাস : প্রথমে 1990 সালে বিদ্যালয়টি দাতাদের আজিজি পরিবারের নামে অর্থ্যাৎ ‘‘ গোবরাতলা আজিজিয়া বালিকা বিদ্যালয় নামে যাত্রা শুরু করে। পরবর্তীতে বিদ্যালয়টি স্বীকৃতি প্রাপ্তির জন্য জেলা শিক্ষা অফিস হয়ে আঞ্চলিক শিক্ষা অফিস পর্যন্ত অগ্রসর হলে ব্যক্তিগত বা কোন পরিবারের নামে বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য  1000000/= ( দশ লক্ষ ) টাকা পরিমান অর্থ / সম্পদ দান দেখাতে হতো । কিন্তু আজিজি পরিবারের পক্ষে এৗ নিদিষ্ট পরিমান অর্থ প্রদান বা দানকৃত জমির দলিলে উল্লেখিত মূল্যে দ্বারা সমপরিমান অর্থ মূল্যায়ন ( ভ্যালুয়েশন ) করা সম্ভাব হয়নি । তাই শেষ পর্যন্ত গোবরাতলা বালিকা উচ্চ বিদ্যালয় নামে স্বীকৃতি প্রাপ্ত হয় ।